এবার খাদ্যশস্যেও GMO হামলা
সেপ্টেম্বর ৫, ২০২৩: প্রতিদিন আপনার থালায় যে খাবার পৌঁছয় সেই খাবার আপনার শরীরের জন্য ভালো না সেই খাবার আসলে আপনার শরীরে একটু একটু করে ক্ষয় করছে আপনি বুঝতেই পারছেন না? সাম্প্রতিককালে দ্রুত গতিতে বেড়ে চলা ক্যান্সার, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, থাইরয়েড নানা ধরণের উপসর্গ হচ্ছে। কিন্তু খাবারের উপর কোনো রেগুলেশনের কথা উঠলেই অনেকেই প্রতিবাদ করে উঠেন।
অতি সম্প্রতি জেনেটিকালি মডিফাইড (GMO food crop) অর্থাৎ খাদ্যশস্যের জিনের উপর কারিকুরি করে তাকে নানাভাবে বিকৃত করার চেষ্টা বা অপচেষ্টা করার উদ্যোগ শুরু হয়েছে গোটা বিশ্ব জুড়েই। ভারতে এর আগে খাদ্যশস্যে জিন ( Genetically modified food crop) কারিকুরি ছিল না। ছিল তুলোয়। ২০০২ সালে প্রথম জিন মডিফায়েড (GMO cotton) বিটি কটন (BT cotton) আনা হয়। তারপর থেকে কৃষক আত্মহত্যা বেড়েই চলেছে। পরিসংখ্যানে তার প্রমান রয়েছে। এবার শুরু হলো সর্ষে নিয়ে কারিকুরি।
সুপ্রিম কোর্টে এই নিয়ে লড়াই চলছে। সর্ষের মধ্যে জিন কারিকুরি করা (GMO mustard) যাবে না এই বক্তব্য জানিয়ে সমাজকর্মী অরুণা রডরিগস সুপ্রিম কোর্ট-এ লড়াই শুরু করেছিলেন। আইনজীবী, প্রশান্ত ভূষণ। সম্প্রতি কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় যে তারা এবার জিএমও সর্ষে বাণিজ্যিকভাবে আনবেন। কিন্তু সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানান এই শস্যের পরিবেশগত ক্ষতি কী হতে চলেছে তা না জেনে তাঁরা এব্যাপারে অনুমতি দেবেন না। কারণ একবার পরিবেশের ক্ষতি হয়ে গেলে সে ক্ষতি পূরণ করা যাবে না।
কিন্তু জি এম সর্ষে কেন আনা হচ্ছে, জিন মডিফিকেশন কী। মানুষের উপর তার কী প্রভাব হতে পারে। Empire Diaries কথা বলেছে কৃষি বিজ্ঞানী এবং পশ্চিম সরকারের কৃষি বিভাগের প্রাক্তন উপ অধিকর্তা ড: অনুপম পালের সঙ্গে। তিনি পশ্চিমবঙ্গে অর্গানিক কৃষি এবং লোক ধান বাঁচানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন।
–
REPUBLISHING TERMS:
All rights to this content are reserved. If you want to republish this content in any form, in part or in full, please contact us at writetoempirediaries@gmail.com.
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এই লিঙ্কটিতে ক্লিক করুন। https://cutt.ly/BT4TBBk
আমাদের প্রতিবেদন/ভিডিও রিপোর্ট আপনার ওয়েবসাইট-এ পুনঃপ্রকাশ করতে আগ্রহী? আপনাকে স্বাগত!
১) প্রতিবেদকের নাম প্রতিবেদনের উপরের দিকে ব্যবহার করুন
২) প্রতিবেদনের লিঙ্ক দিন
৩) প্রতিবেদনের নিচে লিখতে ভুলবেন না: ‘প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে Empirediaries.com-এ
৪) হাইপারলিঙ্ক করুন আমাদের ওয়েবসাইট Empirediaries.com
ইউটিউব-এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে যান, বেল আইকন দিতে ভুলবেন না যেন! https://www.youtube.com/c/EmpireDiaries
সরাসরি আপডেট পান : হোয়াটস্যাপ করুন ‘আপডেট’ ৯৮২১০৪৫৭৩৯ নম্বরে
ফলো এবং লাইক করতে ভুলবেন না, আমরা আছি
ফেসবুক: https://www.facebook.com/empirediaries
টুইটার : https://twitter.com/diaries_empire
টেলিগ্রাম: https://t.me/empirediaries
ইমেইল: writetoempirediaries@gmail.com