চন্দ্রযান ৩: দেশের মুকুটে নতুন পালক না স্বাধীনতার মরীচিকা?
সেপ্টেম্বর ২৬, ২০২৩, ভাবনা পক্ষ – ৫:
বাজারে বিস্কুট কিনতে গিয়ে দেখবেন একটাই কোম্পানির বিস্কুট সব থেকে বেশি বাজারে চলে। নুড্ল কিনতে গেলে একটাই কোম্পানির নুডলসের কথা মাথায় আসে কারণ সেটাই সবথেকে বেশি পাওয়া যায়। চকলেট, সেখানেও একটাই কোম্পানির দাপট সবথেকে বেশি। সাবান, ফোন, ল্যাপটপ,জুতো, জামা-কাপড়, সোশ্যাল মিডিয়া এসবের কথা তো ছেড়েই দিলাম।
এই সবকিছুর বাজার কব্জা করে রেখেছে কোনো ভারতীয় নয় বাইরের বেশ কিছু কোম্পানি। অনেককেই বলতে শুনেছি আমরা নাকি এই সব কোম্পানিদের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারি না। হেরে যাই। তাই যদি হতো তাহলে গত ২২ জুলাইকে ভারতের প্রযুক্তি ক্ষেত্রে মাইলস্টোন ধরা হতো না।
গত ২২ জুলাই চন্দ্রযান-৩ (Chandrayaan 3) চাঁদের উদ্যেশ্যে সফলভাবে পাড়ি দিয়েছিলো এবং ভারতীয় বিজ্ঞানীরাই এটা করেছেন। এই সাফল্যের পর আরেকটি স্পেসক্রাফট পাঠানো হয়েছে সূর্য নিরীক্ষণ করার জন্য। চাঁদে পাড়ি দেওয়ার এই মুহূর্ত অবশ্যই গর্বের কিন্তু তারপর সেই অভিযান ঘিরে উদ্দাম জাতীয়তাবাদ বা রাজনীতি এগুলোই হয়েছে। আমরা সেই বিষয়ে ঢুকছি না। আমরা বিষয়টিকে আরো বৃহত্তর আঙ্গিকে দেখবো এবং এই নিয়ে ভাবার এবং জানার অনেক অবকাশ রয়েছে।
মাত্র ৬৫০ কোটি টাকায় যারা চন্দ্রযান পাঠাতে পারে, সেই দেশ আরো বাকি জায়গাগুলোতে কেন স্বনির্ভর নয়। কেন সেখানে দৈনন্দিন জিনিসপত্র থেকে শুরু করে প্রতিরক্ষা, ওষুধ, কৃষি, টেক সব ব্যাপারেই বিদেশী কোম্পানিদের মনোপলি। এই নিয়েই এবারের ভাবনা পক্ষ, পঞ্চম এপিসোড।
ভাবনা পক্ষ – হোম পেজ
REPUBLISHING TERMS:
All rights to this content are reserved. If you want to republish this content in any form, in part or in full, please contact us at writetoempirediaries@gmail.com.