ভারত, জন-বিস্ফোরণ এবং মিথ
অগাস্ট ৩, ২০২৩, ভাবনা পক্ষ – ৩:
ধরুন আপনার পরিবারে দুজন বা তিনজন সদস্য। আপনি দোতলা বাড়িতে বা একটি দুই বা তিন কামরার ফ্ল্যাটে থাকেন। আপনার বাড়িতে ১টি টিভি, ফ্রিজ, ২টি এসি, ৪টি পাখা, ৬টি লাইট, ১টি ওয়াশিং মেশিন, ২টি আলমারি, ১টি ওয়ার্ডরোব, ২টি গিজার, দুটো-চারটে মোবাইল ফোন, ৪ রকমের ডিনার সেট, ৩০টি থালা, ২০ রকমের গ্লাস, বাটি, চেয়ার-টেবিল, ফ্ল্যাটের ম্যাপ অনুযায়ী দরজা, জানালা, পর্দা, খাট, বালিশ, দু আলমারি জামা, কাপড় এবং ১টি অথবা ২টি বাইক ইত্যাদি, ইত্যাদি রয়েছে।
অর্থাৎ আপনি মনে করেন এই সামান্য জিনিগুলো আপনার স্বাছ্যন্দের জন্য প্রয়োজন। অন্যদিকে আপনার পাশের ছোট্ট বাড়িটিতে এসব কিছুই নেই। তারা বাড়িতে ১০ জন সদস্য। ১টি ফ্রিজ, ১টি টিভি, ৪টি খাট, দুটি আলমারি, মাথাপিছু একটি করে থালা, বাটি, গ্লাস। দৈনন্দিন ডাল ভাত সবজি, মাছ খাওয়া।
অর্থাৎ আপনারা দুটি বা তিনটি মানুষ যত পরিমান সম্পদ ব্যবহার করছেন ওই দশজন মানুষ তার দশ ভাগের একভাগ ব্যবহার করছেন। অর্থনীতির নমিনাল এবং রিয়েল থিওরি (Nominal and real theory of economy) বলছে আপনারা দুজন বা তিনজন আসলে পৃথিবীর ৫০ জন মানুষের সম্পদ ব্যবহার করছেন। অর্থাৎ বাস্তবে আপনারা দুজন বা তিনজন, পঞ্চাশজন মানুষের সমান।
বিশিষ্ট অর্থিনীতিবিদ উতসা পট্টনায়েক (Utsa Patnaik) বলছেন জনসংখ্যা যখন মাপা হয় তখন এই নিরিখেই মাপা হোক। অর্থাৎ ভারতের ১৪০ কোটি জনতা পৃথিবীর যে পরিমান সম্পদ ব্যবহার করেন আমেরিকার মাত্র ৩৩ কোটি মানুষ তার থেকে অনেক অনেক বেশি সম্পদ ব্যবহার করেন। এখানে সম্পদ বলতে সবকিছু বোঝানো হচ্ছে, টাকা-পয়সা, এনার্জি, জল, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ সমস্ত কিছু মিলিয়ে।
কিন্তু ভারতে যখন জনসংখ্যা (India population 2023) বাড়ে তখন তা নিয়ে গোটা বিশ্বের মূলত কর্পোরেট মিডিয়া বা পেড মিডিয়া নিয়ে হৈ-চৈ করে (Population Bomb) অথচ মাথাপিছু ভারতের মানুষ অনেক কম সম্পদ ব্যবহার করেন। উৎসা পট্টনায়েক বলছেন তাহলে ভারতের মাথার সংখ্যা বেশি হলেও আমেরিকা এবং পৃথিবীর উত্তরভাগের দেশগুলিতে আসলেই অনেক বেশি জনসংখ্যা। বিষয়টিকে সহজভাবে বোঝানোর জন্যই আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞরা যাঁরা এই বিষয়টি নিয়ে কাজ করেছেন।
ভাবনা পক্ষের তৃতীয় এপিসোড শুনুন, মতামত জানান, শেয়ার করুন। সঙ্গে থাকুন Empire Diaries-এর।
ভাবনা পক্ষ – হোম পেজ
REPUBLISHING TERMS:
All rights to this content are reserved. If you want to republish this content in any form, in part or in full, please contact us at writetoempirediaries@gmail.com or empirediaries@protonmail.com.