আপনি দুষছেন কৃষককে, ওরা হাসছেন আড়ালে
নভেম্বর ১৬, ২০২৩: দীপাবলি আর পাঞ্জাবের কৃষকদের খর পোড়ানো, অক্টোবরে দিল্লি দূষণের কারণ (Delhi pollution causes) হিসেবে প্রতিবছরই উঠে আসে এই চেনা স্ক্রিপ্ট। প্রতি বছরের মতো এবারেও অক্টোবরের শুরু থেকেই দমবন্ধ রাজধানীর। মিডিয়া থেকে, রাজনীতিক, বিজ্ঞানী থেকে সাংবাদিক সবাই রে রে করে উঠেন। খড় পোড়ানো বন্ধ হোক। দীপাবলি তো আছেই এখানে প্রধান ক্রিমিনাল কৃষকরা। বিশেষ করে পাঞ্জাবের কৃষকরা। কারণ তাঁরা খড় পোড়াচ্ছেন, আর তারই ধোঁয়া গলা টিপে ধরছে দিল্লির। এবং এটাই চলছে বছরের পর বছর ধরে।
কিন্তু কৃষকরা কি উদ্যেশপ্রণোদিত ভাবে খর জ্বালিয়ে তার ধোঁয়া দিল্লির দিকে পাঠাচ্ছেন? তারা কি ইচ্ছে করে এটা করছেন (Delhi pollution causes)? আপনি যেটা জানেন না, কর্পোরেট মিডিয়া আপনাকে যা বলে না, বলার ক্ষমতা রাখে না তা হলো কৃষকরা আদৌ দোষী নয়। পরিস্তিতি তাদের বাধ্য করেছে এই সময়ে খড় পোড়াতে। কিন্তু কিভাবে তৈরী হলো আজকের এই পরিস্থিতি? আজকের এই পরিস্থিতি তৈরির জন্য, কোন চালিকা শক্তি রয়েছে এর পিছনে।
আপনারা কেউ হয়তো পাঞ্জাব সরকারের একটি আইনের কথা শুনে থাকবেন কারণ এটাই কর্পোরেট মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়। কিন্তু আমাদের এই অনুসন্ধানমূলক প্রতিবেদনে একের পর এক খাপ খুলে দেখাবো কাদের জন্য দিল্লির এই দূষণ তৈরী হয়েছে (Delhi pollution causes) ।
REPUBLISHING TERMS:
All rights to this content are reserved with Empire Diaries. If you want to republish this content in any form, in part or in full, please contact us at writetoempirediaries@gmail.com.
এই প্রকাশিত প্রতিবেদনটির কপিরাইট রয়েছে। তাই এই বিষয়টি বা আমাদের যেকোনো প্রতিবেদন পুনঃপ্রকাশ করতে আমাদের লিখুন। আমাদের এই গবেষণাধর্মী সাংবাদিকতা সময়, পরিশ্রম, অর্থ এবং নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে তবেই সম্ভব। তাই আমাদের প্রতিবেদনটি বিনা অনুমতিতে ছাপবেন না। আমাদের ইমেইল করে জানান কোন বিষয় এবং কোন ভাষার প্রতিবেদন পুনঃপ্রকাশ করতে চান।
আমাদের ইমেইল: writetoempirediaries@gmail.com.
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এই লিঙ্কটিতে ক্লিক করুন। https://cutt.ly/BT4TBBk
ইউটিউব-এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে যান, বেল আইকন দিতে ভুলবেন না যেন! https://www.youtube.com/c/EmpireDiaries
সরাসরি আপডেট পান : হোয়াটস্যাপ করুন ‘আপডেট’ ৯৮২১০৪৫৭৩৯ (9821045739) নম্বরে
ফলো এবং লাইক করতে ভুলবেন না, আমরা আছি
ফেসবুক: https://www.facebook.com/empirediaries
টুইটার : https://twitter.com/diaries_empire
টেলিগ্রাম: https://t.me/empirediaries
ইমেইল: writetoempirediaries@gmail.com
আরও দেখুন: