কেন স্বাধীনতা শুধুই প্রতীক নির্ভর হয়ে উঠছে?
অগাস্ট ২৯, ২০২৩, ভাবনা পক্ষ – ৪:
অগাস্ট মাস আমাদের ভারতীয়দের কাছে একটা বিশেষ গুরুত্ব রাখে। ৯ অগাস্ট ভারত ছাড়ো আন্দোলনের (Quit India Movement) সূচনা। ১৫ অগাস্ট স্বাধীনতা। পায়ে পায়ে স্বাধীনতার বয়স ৭৭ হলো। স্বাধীনতার এই জন্মমাসে আমরা ভাবনা পক্ষে তাই এই বিশেষ অনুষ্ঠান নিয়ে এলাম স্বাধীনতা : শুধুই প্রতীকী।
স্বাধীনতা হয় দু-রকমের। রাজনৈতিক এবং অথনৈতিক। ভারত প্রশাসনিক এবং রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে ঠিকই কিন্তু ভারতের অর্থনৈতিক স্বাধীনতা নেই। আর এই অর্থনৈতিক স্বাধীনতাই যেকোনো স্বাধীনতার মূল।
এটা কোনো কথার কথা নয়। ডাটা এবং রিসার্চ তাই বলছে। অতীতের ঔপনিবেশিকতার কথা কারোরই অজানা নয়। অর্থনীতিবিদ উত্সা পট্টানায়েকের রিসার্চ থেকে আমরা জেনেছি ব্রিটিশ আমলে ভারত থেকে ৪৫ ট্রিলিয়ন ডলার লুট হয়েছিল ! ভাবতে পারেন ৪৫ ট্রিলিয়ন ডলার। (Britain looted 45 trillion dollar from India)
সেই লুট করে নিয়ে যাওয়া ধনসম্পদে ফুলে ফেঁপে, সাজানো গোছানো হয়ে উঠেছিল ইউরোপ। অতীতে ব্রিটিশদের এই লুঠের কথা তো আমরা জানি। আমাদের প্রশ্ন আজকে যে সম্পদ দেশ থেকে বেরিয়ে যাচ্ছে তা নিয়ে। শুধু প্রশ্ন নয় গবেষণা করে আমরা ডাটা বার করেছি। ঔপনিবেশিকতা (modern day colonialism in India) আসলে জামা কাপড় পাল্টে ধোপদুরস্ত হয়েছে। বেআইনি ব্রিটিশ শাসনকালে ভারত থেকে যে পরিমান সম্পদ বেরিয়ে যেত তা ভারতের জিডিপির ৮ শতাংশর সমান। বর্তমানে ভারতের জিডিপির ১৭ শতাংশর সমান সম্পদ বেরিয়ে যায়।
অর্থাৎ ব্রিটিশ আমলে যে লুট হয়েছে তার দ্বিগুনেরও বেশি সম্পদ এখন বেরিয়ে যাচ্ছে! অতীতে ইস্টইন্ডিয়া কোম্পানি ছিল সাতটি এবং আরো বেশ কিছু বিদেশী কোম্পানি। তারা ব্যবসা করে এই লুঠের টাকা তাদের দেশে নিয়ে গিয়ে ইউরোপকে উন্নত করেছে।
এখন এই বিদেশী কম্পানিদের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩২০০-র বেশি। আর ১৪১০০-র বেশি বিদেশী সাবসিডিয়ারি কোম্পানি নানাভাবে ভারতের বাজার শাসন করছে।
এর বাইরে কী আছে, কতটা গভীরে এই শিকড় আমরা সবটা জানিনা। ঠিক এই অবস্থায় পতাকা নিয়ে রাজনীতি আর পতাকা নিয়ে আস্ফালন কয়েকগুন বেড়ে গেছে।
এটাই আসলে ঘুরে দেখার সময়। কেন স্বাধীনতা শুধুই প্রতীক নির্ভর হয়ে উঠছে? কীভাবে একটা বৃহদ পরিমান ধনসম্পদ দেশ থেকে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে। আজকে, এই মুহূর্তেও! এই নিয়েই এবারের ভাবনা পক্ষ, চতুর্থ এপিসোড।
ভাবনা পক্ষ – হোম পেজ
REPUBLISHING TERMS:
All rights to this content are reserved. If you want to republish this content in any form, in part or in full, please contact us at writetoempirediaries@gmail.com or empirediaries@protonmail.com.